বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিজয়ের মাসজুড়ে বিভিন্ন কনসার্টে দেখা যাবে নগরবাউল জেমসকে। এর মধ্যেই অংশ নিয়েছেন একাধিক কনসার্টে। গতকাল ১০ ডিসেম্বর সন্ধ্যায় জেমস গান গেয়েছেন নৌবাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে। আজ সন্ধ্যায় থাকবেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের অনুষ্ঠানে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন মঞ্চ মাতাবেন আগামীকাল ১২ ডিসেম্বর সন্ধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা শেষে জেমস অংশ নেবেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ‘ডিজিটাল বাংলাদেশ কনসার্ট’-এ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে জেমস ছাড়াও থাকবে ব্যান্ড ওয়ারফেজ, সহজিয়া, মেঘদল, কৃষ্ণপক্ষ, ইন্ট্রোয়েট, তীরন্দাজ ও শিল্পী মেহরীনসহ অনেকেই। শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন শুরু হয় ১ ডিসেম্বর। উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
উদ্বোধনী আয়োজনে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামের থিম সং পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফিক তুহিন, বেলাল খান, শাহরিয়ার জয়সহ বেশ কজন তারকাশিল্পী। ১২ ডিসেম্বরের কনসার্টের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জেমস।
১৫ ডিসেম্বর জেমস থাকবেন গুলশান ক্লাবে। এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসের একাধিক কনসার্টে গাইবেন তিনি। ১৮ অথবা ১৯ ডিসেম্বর যেকোনো এক দিন জেমসের অংশ নেওয়ার কথা বিজয়ের ৫০ বছর পূর্তিতে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত কনসার্টে।
এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের একটি কনসার্টে গাওয়ার কথা ছিল জেমসের। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে কনসার্টটি বাতিল করা হয়। সর্বশেষ ১২ নভেম্বর ‘নভেম্বর রেইন’ নামের একটি কনসার্টে গেয়েছেন জেমস। ব্র্যান্ডমিথ কমিউনিকেশন আয়োজিত ওই কনসার্টে নগর বাউলসহ জনপ্রিয় ৮টি ব্যান্ড অংশ নিয়েছিল। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হয়েছিল কনসার্টটি।
জেমস বলেন, ‘অনেক দিন পর টানা কনসার্ট করছি। ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বেশ ভালো লাগছে। উপভোগ করছি। করোনার এই সময়ে সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন।’