Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বদরগঞ্জ প্রতিনিধি

সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বদরগঞ্জ পৌর শহরের হাসপাতাল সড়ক এবং দুধহাটি সড়ক থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল নিজেই ওই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। তাঁকে সহযোগিতা করে বদরগঞ্জ থানা-পুলিশ। সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় মেয়রকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তবে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীদের আয়ের পথ বন্ধ হওয়ায় তাঁরা পরিবার নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দুই সড়কের দুধারে কাঁচামাল খুচরা বিক্রি করে আসছিলেন অর্ধশতাধিক ব্যবসায়ী। রাস্তায় ব্যবসা করায় সড়কে সৃষ্টি হতো যানজট। এতে স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াতে পড়ত চরম দুর্ভোগে। পৌর শহরে বাজার করতে এসে সাধারণ মানুষও পড়তেন যানজটে। এ ছাড়াও ওই যানজটে আটকা পড়ত রোগী বহনকারী অ্যাম্বুলেন্স।

পৌর শহরের শাহাপুর গ্রামের স্কুলশিক্ষক আবেদ আলী বলেন, ‘রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় সাধারণ মানুষের কাছে প্রশংসিত মেয়র।’

উচ্ছেদ হওয়া কাঁচামাল ব্যবসায়ী ওবায়দুল হক বলেন, ‘সারা দিন রাস্তার ধারে কাঁচামাল বিক্রি করে দুই থেকে তিন শ টাকা লাভ করতাম। লাভের টাকায় চলত পরিবার। এখন কি হবে?’

বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট নিরসনে রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসন করতে গ্রোয়ার্স মার্কেটের ভেতর তাঁদের বসতে দেওয়া হয়েছে।’

তবে উচ্ছেদ হওয়া এক ব্যবসায়ী বলেন, ‘গ্রোয়ার্স মার্কেটটি কৃষি অফিসের। যে কোনো সময় কৃষি অফিস আমাদের তুলে দিতে পারে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ