Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশ লাইনসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলম গজারিয়া উপজেলার আনারপুর এলাকার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার আবদুল মোমেন। এ সময় সংবাদ সম্মেলনে দালাল-প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরিপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের কাছে অভিযোগ আসে, মোহাম্মদ আলম পুলিশ কনস্টেবল পদে নিয়োগের কথা বলে পাঁচজনের কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে আলমকে গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম চাকরির কথা বলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, আলম নামের ওই ব্যক্তি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিতেন। এ ঘটনায় গতকাল বিকেলে (গত সোমবার) মো. সিরাজ নামে এক ব্যক্তি গজারিয়া থানায় প্রতারণার মামলা করেন। পরে এ মামলায় আলমকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, ‘নতুন পদ্ধতিতে পুলিশের নিয়োগ প্রক্রিয়া একেবারেই একটি স্বচ্ছ প্রক্রিয়া। এখানে কোনো ধরনের দালালি কিংবা প্ররোচনায় চাকরি পাওয়ার বা চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ কোনো দালাল বা প্রতারকের ফাঁদে পা দেবেন না।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ