গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ২১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীর মোহনায় জেলে আ. সাত্তার হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১৫০ টাকায় বিক্রি করা হয়।
আ. সাত্তার হালদার বলেন, অনেক দিন পর গতকাল ভোর ৫টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় জাল ফেললে ২১ কেজি ওজনের বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি ভোর ৬টার দিকে বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার মোহন মণ্ডলের ঘরে। সেখানে প্রকাশ্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ নম্বর ফেরিঘাট এলাকার সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, ‘অনেক দিন পর পদ্মা নদীতে এত বড় বাগাড় মাছ পাওয়া গেছে। এতে জেলেরা যেমন খুশি হয়েছেন, আবার আমরাও খুশি হয়েছি। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়। পরে কালুখালীর এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।’
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, অনেক দিন পর ২১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ার খবরে জেলেদের পাশাপাশি তাঁরাও আনন্দিত। নদীতে পানির স্রোত কম থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তাঁদের আশা।