গত সপ্তাহের মতো এ সপ্তাহেও মুক্তির তালিকায় আছে দুটি সিনেমা। একটি আবদুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, অন্যটি বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’। দুটি সিনেমাই নির্মিত হয়েছে সরকারি অনুদানে। মুক্তিও পাচ্ছে সমানসংখ্যক ২৩টি করে হলে।
ছায়াবৃক্ষ
চা-বাগানের শ্রমিকদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও নিত্যদিনের গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’। পর্দায় চা-শ্রমিকদের জীবনকে ফুটিয়ে তুলতে সিনেমার শুটিং হয়েছে চায়ের শহর রাঙ্গুনিয়া ও শ্রীমঙ্গলের চা-বাগানে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন ও অপু বিশ্বাস। দুজনকেই পর্দায় দেখা যাবে চা-শ্রমিকের ভূমিকায়।
এই সিনেমা দিয়ে ১৫ বছর পর বড় পর্দায় জুটি হয়ে ফিরছেন নিরব ও অপু বিশ্বাস। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমার পর নিরব-অপুকে আর একসঙ্গে দেখা যায়নি। পরের বছর ‘মনে বড় কষ্ট’ সিনেমায় অভিনয় করলেও সেখানে তাঁদের জুটি আলাদা ছিল। ছায়াবৃক্ষে নিরব-অপু ছাড়া আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল হাসান মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ। গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করেছেন ইমন সাহা। ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমায় জুটি হয়েছেন গাজী আব্দুন নূর ও প্রার্থনা ফারদিন দীঘি। এটি দীঘি অভিনীত প্রথম অনুদানের সিনেমা।
মা-বাবা ও হবু বরকে নিয়ে গ্রামে বেড়াতে এসেছে মৌ। উঠেছে বাবার বন্ধুর বাড়িতে। সেই বাড়ির আশ্রিত যুবক শুভ। অতি সরল ও পরোপকারী শুভকে খুবই ভালোবাসে গ্রামের মানুষজন। এই যুবকের সঙ্গে ধীরে ধীরে একটি সস্পর্ক তৈরি হয় মৌয়ের। এমন গল্পই দেখা যাবে শ্রাবণ জ্যোৎস্নায়। দীঘি-নূর ছাড়াও অভিনয় করেছেন বাপ্পা শান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন ‘ঝিনুক মালা’খ্যাত নির্মাতা আবদুস সামাদ খোকন। সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে দেখা যাবে শ্রাবণ জ্যোৎস্নায়।