নাটোর প্রতিনিধি
সারা দেশ ১৬ ডিসেম্বর বিজয়ের স্বাদ পেলেও দেশের সর্বশেষ অঞ্চল হিসেবে হানাদারমুক্ত হয় উত্তরের জেলা নাটোর। ১৯৭১ সালের ২১ ডিসেম্বর নাটোরের উত্তরা গণভবনে ভারতীয় মিত্রবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নুর কাছে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ সৈন্য, অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন।
দিনটি উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা সংসদ নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনারা।