বিনোদন ডেস্ক
শাহরুখ খান
বলিউডের কিং খান প্রতিবারের মতো এবারও নিজ বাংলো মান্নাতেই ঈদ উদ্যাপন করবেন । কিং খানের ঈদের দিন শুরু হয় ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে। ঈদের দিন সকালবেলা তাঁর বাড়িতেই হয় ঈদের জামাত, নামাজ পড়াতে আসেন মৌলভি সাহেব।
নামাজ শেষে ব্যালকনিতে আসেন কিং খান। কখনো কখনো তাঁর সঙ্গে স্ত্রী-সন্তানেরাও থাকেন। হাত নেড়ে মান্নাতের বাইরে অপেক্ষারত ভক্তদের ‘ঈদ মোবারক’ জানান শাহরুখ। নিজেদের মতো করেই স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে দিনটি আনন্দে কাটান বলিউডের এই তারকা। ভক্তদের জন্য টুইট বার্তা পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন খানবাড়িতে থাকে মজাদার খাবারের আয়োজন। শাহরুখপত্নী গৌরি খান নিজে উপস্থিত থেকে এসব খাবারের দেখভাল করেন।
ঈদে ভক্তদের সালমান খানকে ঘিরে আগ্রহ যেন একটু বেশিই থাকে । আর সালমানও তাই ভক্তদের কোনোভাবেই নিরাশ করতে চান না। প্রতি ঈদেই হিট সব সিনেমা উপহার দিয়ে প্রমাণ করেন ঈদ মানেই সালমান খান। শুধু সিনেমা উপহার দিয়ে নয়, টুইটারে ভক্তদের উদ্দেশে টুইট বার্তা দিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন সাল্লু। বাড়ির বারান্দায় এসে শুভেচ্ছা জানান ভক্তদের। এতসবের বাইরেও ঈদ নিয়ে থাকে তাঁর কিছু পরিকল্পনা। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব একটু বেশি। পুরো পরিবারের সবকিছুই নিজের নজরদারিতে রাখেন এই তারকা। মা-বাবা, ভাইদের কার কী প্রয়োজন, সব দিকে খেয়াল তাঁর। ঈদের দিন সকালে বাবা আর ভাইদের নিয়ে নামাজ আদায় করেন তিনি। বাকিটা সময় পরিবারের সদস্যদের সঙ্গেই কাটান বলিউডের এই তারকা। কাছের বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ করেন সালমান। এদিন বলিউডের অনেক তারকাই নিমন্ত্রিত থাকেন সালমানের বাড়িতে। অতিথিদের জন্য থাকে বাহারি খাবারের আয়োজন।
বলিউডের আরেক খান আমির খানের ঈদ উদ্যাপন শাহরুখ ও সালমানের চেয়ে একটু আলাদা। খুবই সাদামাটা আর অনাড়ম্বরভাবে ঈদ উদ্যাপন করেন তিনি। দিনটি বিশেষ হলেও প্রতিবছর প্রায় একইভাবে ঈদ পালন করেন এই তারকা। ঈদকে একেবারেই ব্যক্তিগত একটি অনুষ্ঠান হিসেবে উদ্যাপন করেন আমির। পরিবারের সদস্য আর হাতে গোনা কয়েকজন বন্ধুকে নিয়েই দিনটি কাটান তিনি। সকালে মুম্বাই জামে মসজিদে নামাজ আদায় করেন। পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময় সারেন। এরপর বাড়ি ফিরে পরিবারকে সময় দেন আমির। সুযোগ বুঝে বাইরে এসে ভক্তদের সালাম জানান, শুভেচ্ছা জানান।