ফুলতলা প্রতিনিধি
ফুলতলার শিরোমণি বাজারে ২টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দলটি দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করে। এ সময় ফুলতলার শিরোমণি বাজারের দোকানের লাইসেন্স না থাকা ও নোংরা পরিবেশ থাকায় বাঘাট দধি ঘর অ্যান্ড সুইটসকে ৫ হাজার টাকা এবং আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।