Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

খুনের পর উচ্ছেদ হলো অবৈধ দোকানপাট

রাজশাহী প্রতিনিধি

খুনের পর উচ্ছেদ হলো অবৈধ দোকানপাট

রাজশাহীর নিউমার্কেটের সামনের ফুটপাত দখল নিয়ে খুনোখুনির পর সেখানকার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালান।

রাজশাহী নিউমার্কেটের সামনের ফুটপাতটি দখলের জন্য স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা চলছিল। কে কাকে উঠিয়ে ফুটপাত দখল করে দোকানপাট বসাতে পারেন, তা নিয়ে সব সময়ই প্রতিযোগিতা চলে সেখানে। এ নিয়ে ঘটে হাতাহাতির ঘটনা।

২১ মার্চ নিউমার্কেটের সামনের ফুটপাতে দেওয়া নিজের দোকানে ছুরিকাঘাতে খুন হন রিয়াজুল ইসলাম নামের এক যুবক। দোকানে তাঁর ভাই রিংকুকেও ছুরিকাঘাত করা হয়। তাঁদের বাড়ি নগরীর ষষ্ঠীতলা এলাকায়। একই এলাকার কয়েকজন যুবক তাঁদের দোকান উচ্ছেদের চেষ্টা করছিলেন। এর জেরে প্রকাশ্যেই ছুরিকাঘাতে হত্যা করা হয় রিয়াজুলকে।

এ ঘটনার পর নিউমার্কেটের সামনের ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসা সবাইকে উঠে যাওয়ার নির্দেশ দেয় রাসিক। এ নিয়ে সেখানে মাইকিং করা হয়। বলা হয়েছিল, স্বেচ্ছায় সরে না গেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এতে কোনো কোনো ব্যবসায়ী তাঁর দোকানপাট থেকে মালামাল সরিয়ে নেন। তবে অস্থায়ী দোকানঘরগুলো ভাঙা হয়নি।

গতকাল রোববার সকালে রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক পুলিশ নিয়ে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যান। রাসিকের কর্মীরা নিউমার্কেটের সামনের ফুটপাতের সব দোকানপাট গুঁড়িয়ে দেন। পরে শহরের অন্যান্য এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ফুটপাত দখল করে স্থাপনা গড়ে তোলা এবং সড়ক দখল করে নির্মাণসামগ্রী রাখায় চারজনকে ৩৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক।

রাসিকের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। নিউমার্কেটের সামনে উচ্ছেদ অভিযান চালানোর সময় জুলফিকার হায়দার নামের এক পথচারী বলেন, ব্যস্ততম এলাকাটিতে ফুটপাতে হাঁটার মতো জায়গা ছিল না। রাস্তা দিয়ে চলতে গেলে রিকশা-অটোরিকশা এসে ধাক্কা দিত। এই ফুটপাত দখল নিয়ে খুনোখুনিও হয়ে গেল। এগুলো উচ্ছেদ করে ভালো করছে সিটি করপোরেশন। এগুলো যেন আবার দখল না হয়ে যায়, সে জন্য নজরদারি দরকার।

রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক বলেন, ‘ফুটপাত দখল নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মেনে নেওয়া যায় না। তাই আমরা সব ব্যবসায়ীকেই উচ্ছেদ করেছি। নিউমার্কেট এলাকায় অন্তত ২০টি দোকানপাট ছিল। এখানে আর কেউ বসতে পারবে না। আমরা এটা নিশ্চিত করব।’

এত দিন অভিযান কেন হয়নি জানতে চাইলে রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘উচ্ছেদ করতে গেলেই লোকজন বলে আমরা নাকি গরিবের পেটে লাথি মারছি। সে কারণে সবখানে উচ্ছেদ চালানো যায়নি। তবে এবার আমরা আর ছাড় দেব না।’

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখল নিয়ে ব্যবসায়ী খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। আসামিরা হলেন নগরীর ষষ্ঠীতলা এলাকার সাঈদ শেখের ছেলে রানা শেখ (৩০) ও রনি শেখ (২৬), রতনের ছেলে নাঈম (২৬), গৌরহাঙ্গা এলাকার আনুর ছেলে রিমন (২৪) ও দড়িখড়বনা এলাকার হাসুর ছেলে নাঈম (৩৫)। এর মধ্যে শুধু নাঈমকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য আসামিরা পলাতক।

বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম গতকাল রোববার দুপুরে জানান, আসামিদের অবস্থান নিশ্চিত হতে কাজ চলছে। তাঁদের গ্রেপ্তার করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ