হোম > ছাপা সংস্করণ

কেনির ফিরে আসার গল্পটা অনুপ্রেরণার

ক্রীড়া ডেস্ক

কয়েক মাস আগে গর্ভপাত হয়েছিল ব্রিটিশ ট্র্যাক সাইক্লিস্ট লরা কেনির। অ্যাক্টোপিক প্রেগনেন্সির (জরায়ুর বাইরে গর্ভধারণ) কারণে তাঁর নিজের জীবনও সংশয়ে পড়েছিল। পরিস্থিতি এমন ছিল যে খেলা ছেড়ে দেওয়ার চিন্তাও করেছিলেন তিনি। তবে বিদায়ের আগে শেষবারের মতো ট্র্যাকে নামতে চেয়েছিলেন কেনি।

‘শেষ’ লড়াই লড়তে ফিরে এসেছিলেন কমনওয়েলথ গেমসে। আত্মবিশ্বাসের অভাবে ভোগা কেনিই রেস শেষ করেছেন সোনা জিতে। তাঁর এই অর্জন যেন বড় এক স্বপ্নপূরণ। নিজের শেষ রেসে লড়তে আসা কেনির হাত ধরেই বার্মিংহামে সাইক্লিংয়ে প্রথম সোনা জিতল ইংল্যান্ড। আর ২০১৪ সালের পর আবার কমনওয়েলথে সোনা জয়ের কৃতিত্ব দেখালেন কেনি।

নিজের এ অর্জন যেন কেনিরই বিশ্বাস হচ্ছে না! সোনা জয়ের পর তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না! জেসেকে (কেনির স্বামী) বলেছিলাম, এটাই আমার শেষ রেস হতে যাচ্ছে।’

শেষ রেসের জন্য কেনির প্রস্তুতিটাও সহজ ছিল না। নিজের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘আমি উদ্যম হারিয়ে ফেলেছিলাম। অনুশীলনও খুব ভালোভাবে করতে পারছিলাম না। এত কিছুর পর নিজেকে ধরে রাখা বিভীষিকার মতো ছিল। আমি নিজের অনুপ্রেরণা হারিয়ে ফেলেছিলাম।’

বাংলাদেশের হতাশা

বার্মিংহামে গতকালও হতাশায় কেটেছে বাংলাদেশের। পুরুষদের ১০০ মিটার দৌড়ে বাংলাদেশের ইমরানুর রহমান হয়েছেন ৩৩তম আর সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজা হয়েছেন ৪৪তম।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন