মানুষ অতি প্রাচীনকাল থেকে মৃত্যু নিয়ে চিন্তাভাবনা করছে। চেয়েছে জরাগ্রস্ত দেহ-মনকে চাঙা করতে, পারলে মৃত্যুকে ঠেকিয়ে দিতে। সম্প্রতি এসব নিয়ে গবেষণা অনেক দূর এগিয়েছে।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের মলিকুলার জীববিজ্ঞানী ডেভিড সিনক্লেয়ার ও তাঁর গবেষক দল পরীক্ষা চালিয়ে দেখেছেন, বুড়ো ইঁদুরের পুরোনো সেলকে সফলভাবে নতুন সেলে রূপান্তর করা যায়। এতে রোগা, ক্ষীণদৃষ্টিসম্পন্ন বুড়ো ইঁদুর কম বয়সী ইঁদুরে পরিণত হয়। তারা অল্প বয়সী ইঁদুরের মতো শরীরের কার্যক্ষমতা ফিরে পায়।
২০২০ সালের শেষের দিকে প্রথম এই ফল পাওয়া যায়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ওই ফলের আরও অগ্রগতি দেখা গেছে। একই জিনিস মানুষ বা অন্য যেকোনো প্রাণীর ক্ষেত্রে সম্ভব বলে মনে করেন সিনক্লেয়ার। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা পরীক্ষা করার আগে আরও দীর্ঘপথ পাড়ি দিতে হবে। কারণ, মানুষের শরীরের গঠন ইঁদুরের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম ও জটিল। তবে এটা সম্ভব বলেই মনে-প্রাণে বিশ্বাস করেন সিনক্লেয়ার ও তাঁর দল।