‘ভাঙন’ ও ‘দেশান্তর’—একই দিনে আপনার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। এটা কি পরিকল্পনা করেই হলো, নাকি কাকতালীয়?
‘ভাঙন’ মুক্তির কথা ছিল ৪ নভেম্বর, আর ‘দেশান্তর’-এর ডেট ছিল ১১ তারিখে। ভাঙনকে ৪ তারিখ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে জন্য ওই দিন মুক্তি দেওয়া যায়নি। কাকতালীয়ভাবে দুটো সিনেমার ডেট পড়েছে একই দিনে। কিন্তু একসঙ্গে না হয়ে আলাদা দিনে মুক্তি পেলে বেশি ভালো লাগত। আমি এখন কোনটা রেখে কোনটার কথা বলব! দুটি সিনেমাই আমার খুব প্রিয়। দুটোই ভালো গল্পের। দুটোর জন্যই আমার সমান মায়া।
ভাঙন-এ আপনাকে দেখা যাবে এক ছিন্নমূল নারীর চরিত্রে। এ সিনেমায় কাজ করার কারণ কী ছিল?
এ সিনেমা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই চলে আসে নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেনের নাম। সুন্দর চিন্তাটা তিনি আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তারপর আমরা এটা নিয়ে ভেবেছি, কীভাবে এটাতে অন্য মাত্রা যোগ করা যায়। জীবনের গল্পগুলোকে, বাস্তব চরিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন সাখাওয়াৎ ভাই। এ গল্পে প্রাধান্য পেয়েছে ছিন্নমূল কিছু মানুষের সংকট। যারা হাজার হাজার মানুষের মাঝে ভেসে বেড়াচ্ছে, জীবনটাকে পার করছে। জীবনের কাছ থেকে দেখা কিছু চরিত্রকে আমাদের মধ্য দিয়ে তুলে ধরেছেন নির্মাতা। যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সে কারণেই এতে কাজ করা।
শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? শুনেছি, বেশ ধকল সামলে আপনাদের কাজ করতে হয়েছে
হয় কি, একটু পরিচিত মুখ নিয়ে কাজ করতে পারলে পরিচালকের ভালো লাগে। কারণ, পরিচিত মুখ যেভাবে পরিচালককে হেল্প করতে পারেন, নতুনরা হয়তো সেভাবে পারেন না অনেক সময়। কিন্তু পরিচিত মুখ নিয়ে ‘র’ জায়গায় শুটিং করা খুব টাফ। অনেক সময় লোকেশনে গিয়ে কাজই করতে পারিনি আমরা। যেমন ধরুন, ট্রেন আসবে, ওই সময় আমাকে ওই জায়গাটায় থাকতে হবে। ওই সময় শটটা ধরতে হবে। কিন্তু শুটিং করতে গিয়ে দেখা গেছে, লোক জমে গেছে। শটটাই নষ্ট হয়ে যাচ্ছে। বারবার তো আর ট্রেন আসবে না। তাই স্টেশনে কাজ করতে গিয়ে কিছু সমস্যা হয়েছে। তারপরও ডিরেক্টর কষ্ট করে ম্যানেজ করেছেন। এক দিনের জায়গায় তিন-চার দিন শুটিং করেছেন।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক আলোচিত কাজ আছে আপনার। ভাঙন সেগুলোকে উতরে যাবে কি না?
এটা বলা মুশকিল। আজ পর্যন্ত আমি দেখিনি, যে ছবিটা আমি ভালো বলেছি সেটা চলেছে। কিংবা হয়তো দেখা গেছে, যে ছবিটা আমি ভেবেছি আমার অ্যাওয়ার্ড পাওয়া উচিত, সেটা কিচ্ছু হয়নি। আবার যেটা নিয়ে আমি একেবারেই কিছু প্রত্যাশা করিনি, সেটাতেই আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, ভাঙন-এ কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে।
এখনকার নতুন অভিনেত্রীদের নিয়ে আপনার মূল্যায়ন কেমন? কাজের চেয়ে বেশির ভাগের ব্যক্তিগত জীবন নিয়েই সমালোচনা হচ্ছে বেশি…
আমাদের যে শিল্পীরা নতুন আসছে, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে, তাঁরা অনেক ব্রিলিয়ান্ট। শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। তাঁদের উৎসাহ দিতে হবে। আমরা যখন কাজ করেছি, সাংবাদিক ভাইয়েরাই আমাদের প্রটেক্ট করেছেন। অনেক ভুল আমরাও করেছি। কিন্তু সেটাকে শুধরে দেওয়া বা সুন্দরভাবে প্রেজেন্ট করা এবং আলোচনার মধ্য দিয়ে আরও সঠিক পথে আমাদের দাঁড় করিয়ে দেওয়া—এ কাজটা কিন্তু সাংবাদিক ভাইয়েরাই করেছেন।