সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খোলাবাজারে যে পণ্য বিক্রি করে চট্টগ্রামে সেই পণ্য কিনতেন পাইকারি ব্যবসায়ী। এরপর ওই পণ্য নামীদামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি করতেন বাজারে। এই অভিযোগে ওই পাইকারি ব্যবসায়ীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চান্দগাঁও থানার পাইকারি ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও তাঁর প্রধান সহযোগী মো. মনির এবং গুদামের কর্মী নুর আলম, মো. জসিম, সাগর মোল্লা, মো. সালমান ও মো. রায়হান। গত রোববার রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, নগরীর চান্দগাঁও কাজীরহাট বাজারে দেলোয়ার হোসেনের পাইকারি ও খুচরা ভোগ্যপণ্য বিক্রির দোকান আছে। এই দোকানের গোডাউন রয়েছে উত্তর মোহরা এজাহার শাহ মাজারসংলগ্ন মোহরা কোম্পানির বাড়ির রাস্তার পাশে। সেখানে অভিযান চালানো হয়েছে। দেলোয়ারের গুদাম থেকে ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল এবং ৬ হাজার ৩৫০ কেজি মসুর ডাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে জানান ওসি।