Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

১৩ কেজির চিতল বিক্রি ২১ হাজারে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

১৩ কেজির চিতল বিক্রি ২১ হাজারে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী থেকে জেলের জালে ১৩ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি গতকাল বুধবার দুপুরে ২০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। এর আগে গতকাল সকালে মাছটি রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকার পদ্মা নদীতে পাবনার কাজির হাট এলাকার জেলে জেলে শ্যামল হালদারের জালে ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, পাবনার কাজির হাট এলাকার জেলে শ্যামল হালদার প্রতিদিনের মতো বুধবার নদীতে মাছ শিকারে বের হন। বেলা ১১টার দিকে রাজবাড়ীর ধাওয়াপাড়া এলাকায় জাল ফেলার পর নৌকায় টেনে তুলতেই দেখেন বড় একটি চিতল মাছ। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় নিয়ে আসেন তাঁরা। দুপুর ১২টার দিকে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের সর্বাধিকারী শাহজাহান শেখ জানান, দুপুর ১২টার দিকে চিতল মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে ওজন দিয়ে দেখি প্রায় ১৩ কেজি হয়েছে। পরে জেলে শ্যামল হালদারের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৫০০ টাকায় কিনেন।

তিনি আরও বলেন, এ ধরনের বড় চিতল মাছ খুব বেশি একটা দেখা যায় না। পদ্মা নদীর বড় মাছের চাহিদা সব সময় বেশি। তারপর যদি হয় বড় চিতল মাছ। মাছটি তিনি কেনার পর কেজি প্রতি ১০০ টাকায় লাভে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৮০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, ইদানীং মাঝে মধ্যে পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। তবে বড় চিতল মাছ অনেক দিন পর দেখা গেছে। এ ছাড়া এখন নদীতে পানি বাড়ার কারণে এসব বড় বড় মাছ নদীতে পাওয়া যাবে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত বলেন তিনি জানান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ