আজ লাল-সবুজের দিন। আজ বিজয়ের দিন। আজ অহংকার ও গর্বের দিন। আমাদের হৃদয়ের রং লাল ও সবুজ। আমাদের যাপনে এ রং দুটি গভীর ব্যঞ্জনাময়, কাব্যিক ও প্রতীকী।
রং মানুষের যাপনকে প্রভাবিত করে বেশ গভীরভাবে। পৃথিবীর প্রায় সব দেশের এক বা একাধিক জাতীয় রং আছে। যেমন ভারতের জাতীয় রং জাফরানি কমলা, নীল, সাদা ও সবুজ, বাহরাইনের জাতীয় রং সাদা ও লাল, চীনের জাতীয় রং লাল ও হলুদ, ইরানের জাতীয় রং সবুজ, সাদা ও লাল ইত্যাদি। এই রংগুলো একেকটি দেশের পরিচয় তুলে ধরে বিভিন্নভাবে।
খেয়াল করলেই বোঝা যায়, একটি দেশের জাতীয় রং সাধারণত নেওয়া হয় সে দেশের জাতীয় পতাকার রং থেকে। এ রংগুলো বিভিন্নভাবে প্রতিটি দেশের মানুষের জীবনযাপনকে সমৃদ্ধ করে, প্রতীকায়িত করে।
সবুজ প্রকৃতির মধ্যে উদীয়মান সূর্যের লাল আভাময় যে পতাকা আমরা পেয়েছি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সে পতাকার রং গত পঞ্চাশ বছরে আমাদের জীবনযাপনে ছড়িয়ে গেছে বিভিন্ন মাধ্যমে। তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে আমাদের ফ্যাশনে। পৃথিবীতে বাংলাদেশের ব্র্যান্ড কালার হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে লাল ও সবুজ। অবশ্য এ দুই রঙের মধ্যে আর একটি রং আছে আমাদের—সেটি সোনালি। তবে লাল ও সবুজ যতটা প্রাধান্য পেয়েছে আমাদের ফ্যাশনে, সোনালি ততটা পায়নি।
গত পঞ্চাশ বছরে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বদরবারে। একই সঙ্গে পরিচিতি পেয়েছে আমাদের নিজস্ব রং। কে ক্র্যাফট, ওজি, নিপুণ, অঞ্জন’স, রঙ (অবিভক্ত), বুনন ইত্যাদি দেশীয় ফ্যাশন হাউসগুলো লাল-সবুজকে কেন্দ্র করে শুরু করে পোশাকে রঙের খেলা। এ ধারা শুরু হয় গত শতকের নব্বইয়ের দশকের শেষ ভাগ থেকে। এরপর বিভিন্ন ফ্যাশন হাউসের ডিজাইনারেরা নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন পোশাকে এ দুটি রঙের ব্যবহার নিয়ে।
পোশাক ছাড়িয়ে লাল-সবুজ ছড়িয়ে গেছে ফ্যাশনের বিভিন্ন অনুষঙ্গেও। গয়নায় এ দুটি রঙের উপস্থিতি দেখা যায়। বিশেষ করে কাপড়, কাঠ, মাটি কিংবা বিভিন্ন ধাতুতে রং করে তৈরি করা ট্রেন্ডি গয়নায় লাল-সবুজের উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যাগ কিংবা ফোন কভারেও লাল ও সবুজ রঙের বিচিত্র ব্যবহার দেখা যায়। সিরামিকসের মগেও এ দুটি রঙের নকশা দেখা যাচ্ছে। নোটবুকের কভার হিসেবেও ব্যবহার হচ্ছে লাল-সবুজ।
পঞ্চাশ বছরের নাতিদীর্ঘ যাত্রায় লাল ও সবুজ রঙের বর্ণিল ব্যবহার ছড়িয়ে গেছে আমাদের যাপনে। রং দুটি এখন আর শুধু ফ্যাশন কিংবা উদ্যাপনের রং নয়। লাল ও সবুজ আমাদের জাতীয় সত্তার পরিচয়।