Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সুনামগঞ্জে বন্যায় সড়কে ব্যাপক ক্ষতি, দুর্ভোগ

জাকির হোসেন, সুনামগঞ্জ

সুনামগঞ্জে বন্যায় সড়কে ব্যাপক ক্ষতি, দুর্ভোগ

সুনামগঞ্জে বন্যায় সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা সদরের সঙ্গে ছয়টি উপজেলার যোগাযোগব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি। জেলার অনেক সড়ক এখনো পানিতে নিমজ্জিত। স্থানীয় সরকার প্রকৌশল অফিস বলছে, এখনো পুরো ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত দুই হাজার কিলোমিটার সড়ক ও ৪০-৫০টি কালভার্ট ভেঙে গেছে বলে জানা যায়।

জানা গেছে, জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জ, ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাঁচা-পাকা সড়কে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। খানাখন্দে ভরে গেছে সড়ক। জেলা সদর থেকে ছাতক-দোয়ারাবাজার সড়কের দোহালিয়া নামক স্থানে একটি সেতু স্রোতের তোড়ে ভেঙে গেছে।

সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ ও সাচনা বাজারের একমাত্র সরাসরি সড়কটির অন্তত ২২টি অংশে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। এই সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। তবে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী মোটরসাইকেল চলাচল করছে। তা-ও ভাঙন ধরা জায়গায় ঘটছে দুর্ঘটনা।

সুনামগঞ্জ সদর উপজেলার জগাইরগাঁও গ্রামের মো. আরিবুল্লাহ বলেন, ‘আমার ৬৫ বছর বয়সে এমন বন্যা দেখিনি। আর এই বন্যায় সড়কের যে ক্ষতি হয়েছে, এমন ক্ষতিও দেখিনি কখনো।’ তিনি আরও বলেন, ‘এই সড়কের ওপর দিয়া সমুদ্রের মতো ঢেউ গেছে, যা ভাবলেও ভয় লাগে এখন।’

বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রাম আব্দুল মতিন বলেন, ‘বন্যায় রাস্তাঘাট ভাইঙ্গা একবারে নাশ কইরা গেছে। এই রাস্তা যে কোন দিন ঠিক হইব একমাত্র আল্লাহ জানেন।’

জেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক ভাঙনের ফলে চরম বিপাকে পড়েছেন অসুস্থ রোগীর স্বজনেরা। যেকোনো জরুরি চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে আসতে হয়। এখন সড়কের এই দুরবস্থার কারণে যান চলাচল কঠিন হয়ে পড়েছে।

তাহিরপুর উপজেলার সিকশা গ্রামের রহিমা আক্তার বলেন, ‘তাহিরপুর থাইকা সুনামগঞ্জ আইছি। আমার একজন আত্মীয় হাসপাতালে ভর্তি। আমরা আগে এক ঘণ্টায় আসতে পারতাম। এখন তাহিরপুর থেকে চারবার নৌকা বদল করে শহরে আসতে হয়েছে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো অনেক সড়ক পানিতে নিমজ্জিত। এখন পর্যন্ত আমরা পুরোপুরি ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারিনি। পুরো ক্ষতি নিরূপণ করে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে সংস্কারের জন্য।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ