Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

এবার গ্যাসের দাম বাড়ছে শিল্পে, ঘোষণা শিগগির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার গ্যাসের দাম বাড়ছে শিল্পে, ঘোষণা শিগগির

দেশে তীব্র গ্যাস-সংকট চলছে। আবাসিকে দিনের বেশির ভাগ সময়ই গ্যাস থাকে না, ধুঁকছে শিল্পকারখানার উৎপাদনও। ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাসের অভাবে শিল্পোৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এমন পরিস্থিতির মধ্যেই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। শিগগির শিল্প খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা আসতে পারে।

এত দিন বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর একক সিদ্ধান্ত নিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সম্প্রতি কমিশনকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। গ্যাসের দাম এই প্রক্রিয়ায় বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আইএমএফের শর্ত মেনে জ্বালানি খাতে সংস্কারের অংশ হিসেবেই গ্যাসের দাম বাড়াবে সরকার। বিষয়টি নিয়ে এত দিন কাজ করেছে পেট্রোবাংলা। শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবটি এখন জ্বালানি বিভাগে আছে।এ যাত্রায় আবাসিকে দাম বাড়ছে না।

বর্তমানে প্রতি ইউনিট ১৬ টাকা দামে গ্যাস পান শিল্পমালিকেরা। এখন তা ইউনিটপ্রতি ১৫ থেকে ১৮ টাকা বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সম্প্রতি পেট্রোবাংলায় যোগদান করেছি। আমার জানামতে, গ্যাসের দাম বাড়ানো নিয়ে নতুন করে কোনো কিছু হচ্ছে না। তবে আগে থেকে এটা নিয়ে কাজ করা হচ্ছে, সেটা চলমান।’

জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি গত বছরের ৫ জুলাই গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়িয়েছিল। তখন শিল্প খাতে ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের দাম ১৫ দশমিক ৫২ শতাংশ বাড়িয়ে ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ শ্রেণির গ্যাসের দাম ছিল ১৩ টাকা ৮৫ পয়সা।
অর্থসংকটে গত বছরের জুলাই থেকে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বন্ধ রাখে পেট্রোবাংলা। এতে দেখা দেয় তীব্র গ্যাস-সংকট। পেট্রোবাংলা হিসাব করে দেখেছে, শিল্প খাতে গ্যাসের দাম প্রতি ইউনিটে ১৫-১৮ টাকা বাড়ানো গেলে একদিকে গ্যাস খাতে ভর্তুকি কমে আসবে, আবার অন্যদিকে এলএনজি কিনে উৎপাদন খাতে গ্যাস সরবরাহও করা যাবে।

নিরবচ্ছিন্ন গ্যাসের শর্তে বেশি দাম দিতে রাজি ব্যবসায়ীরা গ্যাস-সংকটের কারণে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডেলিভারি টাইম রক্ষা করতে গিয়ে অনেক রপ্তানিকারককে নৌপথের পরিবর্তে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। এতে বাড়ছে খরচের বোঝা। বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন ‘গ্যাস-সংকটের কারণে আমাদের উৎপাদন ৫০ ভাগ কম হচ্ছে। আমাদের ফেব্রিক, স্পিনিং এবং কম্পোজিট কারখানাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার কারখানার জন্য গ্যাসের চাপ হচ্ছে ১৫ পিএসআই, কিন্তু পাচ্ছি ১ দশমিক ৫ থেকে ৫ পিএসআই।’

এ অবস্থায় নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়ার নিশ্চয়তা পেলে ব্যবসায়ীরা বেশি দাম দিতে রাজি। বিষয়টি ইতিমধ্যে সরকারকে লিখিতভাবে জানিয়েছেন তাঁরা। এসব বিবেচনা থেকেই সরকার শিল্প খাতে গ্যাসের দাম ইউনিট প্রতি ১৫ থেকে ১৮ টাকা বাড়াতে চায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানতে চাইলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ইতিমধ্যে জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়েছি গ্যাসের দাম প্রতি ঘনফুট ২৫ টাকা পর্যন্ত দিতে পাবর, যেটা এখন ১৬ টাকা। তবে এর বেশি হলে আমাদের শিল্প খাত আর চাপ নিতে পারবে না।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ