বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বলেছেন, বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে করেছেন পুনর্গঠন। তিনি অনুধাবন করতে পেরেছিলেন কেবলমাত্র পুষ্টিকর খাবার পেলেই এ দেশের মানুষ মেধাবী হবে না বরং এ জন্য কৃষিতে গুরুত্ব দিতে হবে। আর তাই মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু কৃষি সেক্টরে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। বনায়নের দিকেও তিনি গুরুত্ব দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বঙ্গবন্ধু সবুজায়নের ওপর জোর দিয়েছিলেন। গত রোববার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ‘কৃষি উন্নয়ন ও বনায়নে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এতে সভাপতিত্ব করেছেন।
ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাখহরি সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ড. ঈশিতা হায়দার।