হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পাইকারিতে দেশি কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা। একইভাবে খুচরাতে ২০ টাকা কমে ৬০ টাকা বিক্রি হচ্ছে, যা আগে ৮০ টাকা কেজি বিক্রি হয়েছে। কাঁচামরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা রিপন হোসেন বলেন, কয়েক দিন আগে আবহাওয়া জনিত কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়। ফলে বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়।