Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শ্রমিকদের জায়গা দখল করে রাতারাতি মার্কেট

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

শ্রমিকদের জায়গা দখল করে রাতারাতি মার্কেট

বাগেরহাটের মোংলায় মালপত্র উঠানো ঘাটের শ্রমিকদের বিশ্রামের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে। টিটু মাঝি ওরফে গয়না টিটু নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাতের আঁধারে এ মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে মানববন্ধন করেন ঘাটের শ্রমিকেরা।

এদিকে ঘটনায় গতকাল মোংলা থানায় অভিযোগ দিয়েছেন মালপত্র উঠানো ঘাটের শ্রমিকেরা। অভিযোগে মোংলা উপজেলা ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা কাঁচামাল, সিমেন্ট, ইট, চাল, ডালসহ বিভিন্ন মালপত্র উঠানোর জন্য ১ নম্বর জেটিতে অবস্থিত এই বাজার ঘাট। শ্রমিকেরা সেই মালপত্র উঠিয়ে মোংলা নদীর পাশে জেগে ওঠা চরে ছাউনি দিয়ে বিশ্রাম নিতেন। সরকারি এই জায়গায় শ্রমিকেরা যাতে ভালো করে বিশ্রাম নিতে পারেন, সে জন্য ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এটি উদ্বোধন করেন। সে সময় তিনি দুটি গাছের চারাও রোপণ করেন।

এই শ্রমিকনেতা আরও বলেন, গাছ দুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের ওই জায়গায় ভূমিদস্যু টিটু মাঝি ওরফে গয়না টিটুর নজর পড়ে। একপর্যায়ে গাছ দুটি কেটে সেই জায়গা দখল করে রাতারাতি মার্কেট নির্মাণ করেন তিনি। শ্রমিকদের নানা রকম ভয় দেখিয়ে সেই চর দখল করেন টিটু মাঝি। তবে বিষয়টি প্রশাসনের কোনো কর্তাব্যক্তির নজরে আসেনি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন জানান, এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।

এদিকে নদীর পাড়ে চরের জায়গার মালিক উপজেলা ভূমি অফিস। তবে জায়গা দখল করে কীভাবে মার্কেট নির্মাণ করা হলো তা জানেন না ভূমি অফিসের 
কর্মকর্তারা। জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান বলেন, এই জায়গা কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। সদর তহশিলদারকে (নায়েব) সরেজমিনে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের একজন উপমন্ত্রী ও সংসদ সদস্যের উদ্বোধন করা ঘাট শ্রমিকদের বিশ্রামের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রসঙ্গে জানতে চাইলে গয়না টিটু বলেন, তিনি এ জায়গা মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করে মার্কেট করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহিনুর আলম বলেন, আবেদন করলেই জায়গা পাওয়া যায় না। আবেদন অনুমোদন না হওয়া পর্যন্ত সেটি অবৈধ জায়গা। 

এ বিষয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, ‘আমার লাগানো গাছ এবং শ্রমিকদের বিশ্রামের জন্য দেওয়া জায়গা কীভাবে দখল করে মার্কেট হলো, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ