হোম > ছাপা সংস্করণ

‘শেখ কামাল ছিলেন আদর্শ বাবার আদর্শ সন্তান’

আজকের পত্রিকা ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন হয়েছে গতকাল শুক্রবার। এ উপলক্ষে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, স্মৃতিচারণা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

১৯৪৯ সালের এদিনে গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে তিনি শাহাদত বরণ করেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যে:

বিশ্বনাথ (সিলেট): উপজেলা শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসনের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

নুনু মিয়া বলেন, ‘শেখ কামাল ছিলেন আদর্শ বাবার আদর্শ সন্তান। তিনি ছিলেন এ দেশের ছাত্র ও যুবসমাজের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব এবং স্বাধীনতা-পরবর্তী ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক প্রমুখ।

ছাতক (সুনামগঞ্জ): সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ছাতক থানা-পুলিশ ও উপজেলা কৃষি বিভাগ। পরে ইউএনও মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইনস্ট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রমুখ।

মৌলভীবাজার: শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় গ্রাম পুলিশের মধ্যে ১০৩টি বাইসাইকেল বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন প্রমুখ। 
কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, স্মৃতিচারণা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার প্রমুখ।

চুনারুঘাট (হবিগঞ্জ): পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল প্রমুখ। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন