শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম ছাতিয়ানী ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য সাজুর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
সাংবাদিক ইমদাদুল জানান, ‘তিনি তাঁর স্ত্রীকে নিয়ে মাদ্রাসায় অধ্যয়নরত দুই মেয়েকে দেখার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। একটি মুদি দোকানের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয় হামলাকারীরা। এতে তাঁর স্ত্রী মারাত্মক জখম হয়। বর্তমানে সাংবাদিক ইমদাদুলের স্ত্রী সাথী আক্তার ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ডামুড্যা থানার সেকেন্ড অফিসার সজল কুমার পাল বলেন, ‘অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।’