নেত্রকোনার মদনে ট্রাক চাপায় মিমসা আক্তার নামে ছয় বছরের এক শিশু মারা গেছে। গত শনিবার সন্ধ্যায় মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রী ইউনিয়নের সরকারহাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিমসা আক্তার গোবিন্দশ্রী গ্রামের আল আমিনের মেয়ে।
এ ঘটনায় ট্রাকসহ চালক আলহাদ মিয়াকে (২৯) স্থানীয় জনতা আটক করে মদন থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন। আলহাদ নেত্রকোনার জেলার সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের সানকিউড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশু মিমসা আক্তার শনিবার বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে নিজ বাড়ির সামনে (মদন-খালিয়াজুরি) সড়কে খেলা করতে থাকে। সন্ধ্যায় নেত্রকোনা থেকে খালিয়াজুরি গামি একটি রড বোজাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ট্রাকচাপায় নিহত শিশুর লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।