সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া চার দিনের সফরে ১৮ মার্চ বাংলাদেশে আসছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর এই সফরের কর্মসূচি প্রকাশ করে।
ভিক্টোরিয়ার বাংলাদেশ সফর জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূত হিসেবে।
ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জলবায়ু অভিযোজন, ডিজিটাল কার্যক্রম ও সমস্যার স্থানীয় সমাধানে নেওয়া বিভিন্ন উদ্যোগ দেখবেন। তিনি বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন।
জাতিসংঘের সহকারী মহাসচিব উলরিকা মোদের এবং সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ইয়োহান ফরসেল ভিক্টোরিয়ার সফরসঙ্গী হচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁদের সাক্ষাতের সম্ভাবনা আছে। স্থানীয় সরকারি একটি সূত্র এসব কথা জানায়।