সিলেট প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘ল্যাবরেটরি অব এ্যাকুয়াটিক বায়োডাইভারসিটি অ্যান্ড ইভল্যুশন” নামে নতুন একটি গবেষণাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাৎস্যবিজ্ঞান অনুষদে এই গবেষণাগারের উদ্বোধন করেন সিকৃবির উপাচার্য ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের উদ্যোগে এ গবেষণাগার করা হয়।
উদ্বোধন শেষে উপাচার্য মতিয়ার রহমান গবেষণাগারের বিভিন্ন যন্ত্রপাতি ও সংগ্রহশালা ঘুরে দেখেন। পরে মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায় এতে সভাপতিত্ব করেন। ড. শামীমা নাসরিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড।
উপাচার্য মতিয়ার রহমান বলেন, সিলেট জলজ জীববৈচিত্র্যে ভরপুর।