আজকের পত্রিকা ডেস্ক
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
মুন্সিগঞ্জ সদর: দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সরকারি হরগঙ্গা কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।
গজারিয়া: গজারিয়ায় গতকাল বিকেলে গোসাইরচর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।
টঙ্গিবাড়ী: টঙ্গিবাড়ীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা।
সিরাজদিখান: মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
দোহার: ঢাকার দোহারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্ব করেন।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
সোনারগাঁ: সোনারগাঁয়ে মোমবাতি প্রজ্বলন করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চিলারবাগে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।