গোপালপুরে অসহায় ও দরিদ্র মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার খন্দকার ফজলুল হক ডিগ্রি কলেজে রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজ নামের সংগঠন এ আয়োজন করে।
সংগঠনের সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা খন্দকার আজিজুল হক জানান, এখানে গত ১০ বছর ধরে গ্রামের অসহায় মানুষদের বিনা মূল্যে চক্ষু সেবা দেওয়া হচ্ছে। ক্যাম্পেইনে ঢাকা থেকে ৩ জন ডাক্তার ও ৩ জন টেকনিশিয়ান এসেছেন। তাঁরা রোগী দেখার পর ব্যবস্থাপত্রসহ প্রয়োজনীয় ওষুধ দেন। আর যাদের অপারেশন করা প্রয়োজন তাঁদের শনাক্ত করে বিনা মূল্যে অপারেশনের জন্য ঢাকায় নেওয়া হবে।
চিকিৎসা নিতে আসা খোদেজা বেগম ও আবু বকর বলেন, ‘তাঁরা প্রতিবছরই টাকা ছাড়া অসংখ্য মানুষকে চিকিৎসা দেন। চোখে সমস্যা হচ্ছে। তাই চিকিৎসা নিতে এসেছি।’
এ চক্ষু শিবির কার্যক্রমে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের সাবেক সভাপতি রোটারিয়ান ফশিউর রহমান, প্রকল্প পরিচালক ড. জাফরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রিন্সিপাল নাজিম উদ্দিন এবং সদস্য অধ্যক্ষ ফরিদ আহমেদ প্রমুখ।