Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জুতা পরে শহীদ বেদিতে বিএনপি নেতা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

জুতা পরে শহীদ বেদিতে বিএনপি নেতা

বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতা শহীদ মিনারে জুতা পায়ে ওঠেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই নেতার নাম আনোয়ার হোসেন। তিনি গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোলেমান মিঞা ডিগ্রি কলেজের প্রভাষক। জুতা পরে শহীদ মিনারের বেদিতে উঠে ফুল দেন। কেউ একজন এই ছবি তোলেন এবং ফেসবুকে পোস্ট দেন। পরে ছবিটি ভাইরাল হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই বিএনপি নেতা জুতা পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনিসহ যুবদল নেতা কাবাতুল্লাহকে জুতা পরা অবস্থায় দেখা যায়। ওই স্থানে জুতা পরা অবস্থায় দুজন কিছুক্ষণ অবস্থান করেন।

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, সেখানে অনেকেই ফুল দিয়ে বিজয় দিবস উদ্‌যাপন করেন। এ ছাড়া অসাবধানতাবশত তিনি জুতা পরে শহীদ মিনারে উঠে গিয়েছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছেন তিনি। এ ঘটনার নিন্দা জানান তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ