ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
দেশের স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কখনো হারেননি শফিকুর রহমান। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউপির ৪ নম্বর ওয়ার্ড থেকে তিনি ১৯৭২ সাল থেকে বিজয়ী হয়ে আসছেন। এ নিয়ে সাধারণ সদস্য হিসেবে টানা ১০ বার নির্বাচিত হলেন তিনি। সর্বশেষ ৫ম ধাপে গত ৫ জানুয়ারির নির্বাচনেও তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, মো. শফিকুর রহমান তরুণ বয়সে ইউপি সদস্য হিসেবে জয়লাভ করে মানুষের হৃদয়ে স্থান করে নেন। বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইলেও এলাকার লোকজন তাঁকে ভোটের মাঠে থাকতে বাধ্য করেন। ইতিপূর্বে তাঁকে ওই ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করার অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
টানা ৫০ বছর ধরে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করার বিষয়ে বলতে গিয়ে শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওয়ার্ডের লোকজনের ভালোবাসার জালে আমি আবদ্ধ। তাই চেয়ারম্যান পদে নির্বাচন করার লোভ সামলিয়ে সাধারণ সদস্য হিসেবেই জনগণের মধ্যে থাকতে একই পদে গত ১০টি নির্বাচন করছি। জনগণও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। মানুষের এই ভালোবাসার প্রতিদান হিসেবে অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।’