হোম > ছাপা সংস্করণ

স্বাগত জানাতে আলপনা

ইবি প্রতিনিধি

গুচ্ছপদ্ধতিতে দ্বিতীয়বারের মতো ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

আজ শনিবার ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে ৪ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষাদের স্বাগত জানাতে রংতুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে ইবি ক্যাম্পাস।

এবারে পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন এবং মীর মশাররফ হোসেন ভবন-এ চার কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি–ইচ্ছুকদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় প্রধান ফটক, মৃত্যুঞ্জয়ী মুজিব ভাস্কর্যের পাদদেশ, প্রশাসন ভবনের সম্মুখ ও ডায়না চত্বর এলাকায় নানা রঙের আলপনা আঁকা হয়েছে।

নানা রঙের আলপনায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ক্যাম্পাসের। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে।

চারুকলা বিভাগের শিক্ষার্থী মাহমুদুন্নবী সৌরভ বলেন, ‘ভর্তি পরীক্ষাকে সামনে রেখে চারুকলা বিভাগের পক্ষ থেকে আমরা আলপনা করেছি। ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে রাখা আমাদের দায়িত্ব। আমাদের উত্তরসূরিদের আগমনী বার্তা দেওয়া হয়েছে আলপনার মধ্য দিয়ে।’

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে ইবির প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।’

অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রোবার স্কাউটের সদস্যরাও নিয়োজিত থাকবেন। যেকোনো ধরনের অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালত পরিস্থিতি তদারকি করবেন।’

ইবির প্রক্টর আরও বলেন, ‘পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। কেন্দ্রের অভ্যন্তরে কোনো ধরনের দোকানপাট খোলা যাবে না ও অস্থায়ী দোকানও বসানো যাবে না।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন