বরগুনার আমতলী উপজেলায় এইচএসসি পরীক্ষায় ১৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে আমতলী সরকারি কলেজে ১০৮ জন এবং বকুলনেছা মহিলা কলেজে ২৪ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৪ শতাংশ জিপিএ-৫ পেয়েছেন। ভালো ফলে উচ্ছ্বসিত পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
জানা গেছে, আমতলী উপজেলার চারটি কলেজে এইচএসসি পরীক্ষায় ১ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ৯৯৬ জন উত্তীর্ণ হয়েছেন। ফেল করেছেন মাত্র ৩২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৪ শতাংশ জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে আমতলী সরকারি কলেজে ১০৮, বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে ২৪, ইউনুস আলী খান কলেজে ৭ এবং উত্তর সোনাখালী কলেজে ২ জন জিপিএ-৫ পেয়েছেন। গত ৭ বছরে আমতলী উপজেলায় এত বেশি জিপিএ-৫ পাওয়া হয়নি।
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছা. ফেরদৌসি আক্তার বলেন, ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৭ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন।
আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হোসেন আহম্মেদ বলেন, ৬০২ জন শিক্ষার্থীর মধ্যে ৫৮৩ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১০৮ জন।