হোম > ছাপা সংস্করণ

সাবেক দুই মন্ত্রী ও ১০ এমপির নামে মামলা

আজকের পত্রিকা ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে দেশের পটপরিবর্তন হতে থাকে। একে একে ছাড়া পান দীর্ঘদিন ধরে কারাবন্দী বিএনপি-জামায়াতের নেতারা। অন্যদিকে আটক-গ্রেপ্তার হতে শুরু করেন ক্ষমতাহারা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চালানো হামলা ও হত্যার ঘটনায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সর্বশেষ ১৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে সাবেক ২ মন্ত্রী, ১০ জন সংসদ সদস্যসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের। মামলায় ১ হাজার ৭৪৯ জনের নাম উল্লেখ এবং ৪ হাজার ৫৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। 

দীপু মনি, তাঁর ভাই টিপুসহ আসামি ১৭০০ চাঁদপুরে গত ১৮ জুলাই জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তাঁর বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ ৫১০ জনকে নামীয় এবং ১২০০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার মামলাটি করেন। 

জেলার হাজীগঞ্জে আজাদ সরকার নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় গত বুধবার মামলা করা হয়েছে। এতে ১৫ নামীয়সহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়। 

নিজাম হাজারীর বিরুদ্ধে আরও দুই মামলা
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও গুলিতে নিহতের ঘটনায় আরও দুটি মামলা করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় চারটি হত্যা মামলা করা হয়। প্রতিটি মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করা হয়েছে। নিহত কলেজ শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণের দাদা মো. জয়নাল আবেদীন ভূঁইয়া গতকাল ১০৯ জনকে আসামি করে মামলা করেন।

এতে অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়। এ ছাড়া নিহত শিক্ষার্থী ছাইদুল ইসলামের বাবা রফিকুল ইসলাম বুধবার রাতে ৯৪ জনের নাম উল্লেখ এবং আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। 

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রীসহ আসামি ৮ শতাধিক 
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা ঘটনায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে আওয়ামী লীগ ৮ শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে। গতকাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় আরও ৩ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

বিভিন্ন স্থানে আরও মামলা, আসামি যাঁরা
শেরপুর শহরের খরমপুর এলাকায় ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘাতের সময় গাড়িচাপায় ও গুলিতে নিহতের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। গত সোমবার নিহত শিক্ষার্থী সবুজের এক স্বজনের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের এ ডি এম শহিদুল ইসলামসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়। এতে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আরেক মামলায় অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। 

হবিগঞ্জে রিপন শীল নিহতের ঘটনায় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে প্রধান আসামি করে গতকাল তাঁর মা রুবি রানী শীল মামলা করেছেন। এতে জাহিরের ছেলে ইফাদ জামিলসহ ৫৯ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

বগুড়া জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগের এক মাস পর থানায় মামলা করা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক, সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। বুধবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মেরিনা খাতুন মেরী। 

হামলার ঘটনায় মৌলভীবাজারে সাবেক দুই এমপিসহ ১৫৫ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির। এতে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে। 

লক্ষ্মীপুরে দুজনকে গুলি করে হত্যার ঘটনায় থানায় দুটি হত্যা মামলা করা হয়েছে। নিহত কলেজ শিক্ষার্থী আফনান হোসেনের মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেনের বাবা আমির হোসেন গতকাল সকালে সদর থানায় মামলা দুটি করেন। এতে ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়। দুই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় ৮৯৯ জনকে। 

কক্সবাজারের টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে সাবেক এমপি আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন