চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নুর আলম নামের এক ইউপি সদস্য প্রার্থী হৃদ্রোগে মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নুর আলম উপজেলার চাকিরপশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। গত রোববার ওই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাজারহাট থানার ওসি রাজু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে নুর আলম তৃতীয় সর্বোচ্চ ভোট পান। ওই ওয়ার্ডে বিজয়ী হন ফ্যান প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী নুরুজ্জামান।