বরিশালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়া নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য শাম্মী আহমেদ। এ নিয়ে বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দীগঞ্জ) আসনের আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শাম্মী গত শুক্রবার এলাকায় ফিরে এক সংবর্ধনায় বলেন, সংসদ সদস্য পংকজের পক্ষে ভোটকেন্দ্রে না যাওয়া নেতা-কর্মীদের প্রতি তিনি ঋণী হয়ে রইলেন। শাম্মী বলেছিলেন, ‘আমাকে ভালোবেসে আপনারা কেউ কেউ ভোটকেন্দ্রে পর্যন্ত যান নাই। আমি জানি না এই ঋণ কীভাবে শোধ করবে।’
শাম্মী বরিশাল-৪ আসনে দল মনোনীত প্রার্থী ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ বিজয়ী হন।
এখন শাম্মীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পংকজ অনুসারী হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, শাম্মীর বক্তব্য দলবিরোধী। তিনি দলের দায়িত্বশীল পদে থেকে এ কথা বলতে পারেন না।
তবে শাম্মী সাংবাদিকদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থী পংকজ দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। তাঁকে কেন ভোট দিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা কেন্দ্রে যাবেন? তিনি সেই কথাই বক্তৃতায় বোঝাতে চেয়েছেন।