হোম > ছাপা সংস্করণ

জোড়াতালির সেতুতে ঝুঁকি

মো. মাসুম, টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী-মাওয়া সড়কে টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলার সংযোগ সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সেতুজুড়ে অসংখ্য জোড়াতালি। এখন আবার পাশের প্লেট খুলে ফাঁকা হয়ে আছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ভারী যানবাহন চলাচল করছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সেতুর পাটাতনে মরিচা ধরে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচলের ধীরগতিতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। দ্রুত সেতুটি সংস্কার এবং পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসী ও যানবাহনচালকদের।

স্থানীয়রা বলেন, সেতুটির বিভিন্ন স্থানে জোড়াতালি রয়েছে এবং লোহার প্লেট পড়ে গিয়ে ফাঁকা হয়ে আছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রতিদিন এই সেতু দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। মালবাহী ট্রাক অতিক্রম করার সময় সেতুটি কাঁপতে থাকে।

পথচারী জসিম উদ্দিন বলেন, হেঁটে সেতুটি পার হওয়ার সময় পা ফাঁকে পড়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। যত তাড়াতাড়ি সম্ভব সমাধান প্রয়োজন।

রিকশাচালক জামাল বলেন, সেতুর পাটাতন ভাঙার কারণে লোহার প্লেটের ফাঁকে পড়ে টায়ার কেটে যায়। এতে গাড়ির টায়ার নষ্ট হয়। পাটাতন ভেঙে ফাঁকা হয়ে আছে। এটা খুবই বিপজ্জনক।

স্থানীয় বাসিন্দা সুজন কবির বলেন, সেতুটি দিয়ে গাছের ট্রাক চলাচল করে। যেখানে পাঁচ টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষেধ, সেখানে ১৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল করছে।

ট্রাকচালক শাহাবুদ্দিন বলেন, গত ১৮ মার্চ রাতে মালবাহী ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এই সেতুতে উঠলে বুক কাঁপতে থাকে, না জানি কখন ভেঙে যায়।

মুন্সিগঞ্জ উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘লোক পাঠিয়ে আমরা সংস্কারের ব্যবস্থা করছি।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন