টাঙ্গাইলে এবার সরিষার আবাদ বেড়েছে। গত বছরের চেয়ে এ বছর জেলায় ৫ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়া থাকায় ভালো ফলনের আশা চাষিদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় বারি ১৪, ১৫, ১৭ এবং টরি ৭ ইত্যাদি জাতের সরিষার আবাদ হয়েছে। গত বছর ৪৫ হাজার ৬৬০ হেক্টরে আবাদ হয়েছিল। এ বছর সরিষার লক্ষ্যমাত্রা ছিল ৪৫ হাজার ৭০০ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ৫০ হাজার ৪৮৮ হেক্টরে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫ হাজার হেক্টর বেশি।
সদর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, গাছে ফুল এসেছে। মাঠে শোভা পাচ্ছে হলুদের সমারোহ। দেখলেই মন ও চোখ জুড়িয়ে আসে। কুয়াশা উপেক্ষা করে খেত পরিচর্যা করছেন চাষিরা।
কৃষকেরা জানান, প্রথমদিকে কিছুটা বৃষ্টি হওয়ায় সামান্য ক্ষতি হলেও বর্তমানে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। নতুন করে প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছেন তাঁরা।
সদর উপজেলার গালা ইউনিয়নের সরিষাচাষি মো. আলাল হোসেন মোল্লা বলেন, ‘এবার আমি তিন বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। এতে বিঘাপ্রতি ৬-৭ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি ভালো ফলন পাব।’
একই গ্রামের গুঠু শেখ বলেন, কয়েক দিন ধরে ঘন কুয়াশা পড়েছে। এতে সরিষার ফলন নিয়ে চিন্তায় ছিলাম। তবে কৃষি অফিস বলছে, তেমন ক্ষতি হবে না। আশা করি দামও ভালো পাব।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল বাশার বলেন, ‘গত বছরের চেয়ে এবার প্রায় ৫ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। এর কারণ ২৪ হাজার কৃষককে প্রণোদনার আওতায় এনে সহায়তা করা হয়েছে।
এ কর্মকর্তা আরও বলেন, গত বছর বাজারমূল্য বেশি থাকায় কৃষকেরা সরিষা আবাদে ঝুঁকেছেন। আশা করছি গত বছরের চেয়ে এবার ফলন ভালো হবে।