Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দারিদ্র্যের কাছে হার মানেননি বাইজীদ

পাইকগাছা প্রতিনিধি

দারিদ্র্যের কাছে হার মানেননি বাইজীদ

চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করেও নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ছাপাখানার ব্যবসায়ে সফলতা পেয়েছেন পাইকগাছার বাইজীদ নামের এক যুবক। পরের একটি ছাপাখানায় কাজ করা সৎ, আত্মবিশ্বাসী ও কঠোর পরিশ্রমী এই মানুষটি আজ নিজেই একটি ছাপাখানার মালিক।

বাইজীদ জানান, পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরল গ্রামের মৃত শওকত আলী গাজীর অতি দরিদ্র পরিবারে জন্ম নেন বাইজীদ। পরিবারের অভাব অনটনের কারণে পড়ালেখা বাদ দিয়ে কিশোর বয়স থেকেই কাজ শুরু করেন। ১৯৯৩ সালে উপজেলা সদরের একটি ছাপাখানায় ভাতের বিনিময়ে কাজ শুরু করেন তিনি। ১ বছর পর মাসিক ৫০০ টাকা বেতন পাওয়া শুরু করেন। সেখানে ৭-৮ বছর কাজ করার পর অফসেট ছাপাখানার কাজ শিখতে ঢাকায় চলে যান বাইজীদ।

ঢাকার ওই ছাপাখানায় ৮ মাস কাজ করার পর অফসেট মেশিন পরিচালনায় তিনি দক্ষ হয়ে ওঠেন। এরপর নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে নিকট এক আত্মীয়ের কাছ থেকে কিস্তিতে একটি মুদ্রণযন্ত্র কেনেন। সেটি দিয়ে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে পুরোনো মুদ্রণ যন্ত্রটি বিক্রি করে নতুন মডেলের যন্ত্র স্থাপন করেন। কম খরচে কাজের মান ভালো হওয়ায় বাইজীদের সুনাম ছড়িয়ে পড়ে এলাকার সবখানে। কিন্তু ২০২০ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদ্রণযন্ত্রসহ ছাপাখানার বিভিন্ন জিনিস পুড়ে কয়েক লাখ টাকা ক্ষতি হয়। কিন্তু এতে দমে না গিয়ে পাশে আরেকটি মার্কেটে নতুন ঘরে ঋণ নিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করে। সম্প্রতি তাঁর ছাপাখানায় নতুনভাবে যুক্ত হয়েছে ডিজিটাল প্যানা মেশিন।

বর্তমানে বাইজীদ দুটি ঘরে ব্যবসা পরিচালনা করছেন, যার একটি ঘরে রয়েছে মুদ্রণ যন্ত্র, আরেকটি ঘরে রয়েছে ডিজিটাল প্যানা মেশিন। ৩-৪ জন কর্মচারী তাঁর প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

বাইজীদ আরও বলেন, ‘অতীতের কথা মনে পড়লে এখনো চোখে জল চলে আসে। তবে চেষ্টা, শ্রম, সততা ও আত্মবিশ্বাস থাকলে এগিয়ে যাওয়ার পথে দারিদ্র্য কোনো প্রতিবন্ধকতা নয়। প্রেস ব্যবসা করে আমি এখন পরিবার পরিজন নিয়ে সুখেই আছি। আমার এখানে কাজ শিখে এখন অনেকেই ছাপাখানার ব্যবসা করছেন।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ