নেত্রকোনার কেন্দুয়ায় গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জিদান মিয়া (১৩) নামে এক শিশু মারা গেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা শহিদ মিয়ার ছেলে জিদান মিয়া গত মঙ্গলবার বিকেলে পাশের বাট্টা গ্রামে গেলে সুনীল চন্দ্র দাসের বাড়ির লোকজন তাকে দিয়ে সুপারি পাড়ানোর জন্য গাছে উঠায়। একপর্যায়ে সুপারি পাড়ার সময় গাছটি হেলে গিয়ে পাশের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের ওপর পড়লে শিশুটি বিদ্যুতায়িত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জিদানের ভাই সাব্বির আহমেদ অভিযোগ করেন, সুপারি গাছের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনটি গেছে জেনেও আমার ভাইকে দিয়ে সুপারি পাড়ানোর জন্য গাছে উঠানো হয়েছিল। আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বুধবার দুপুরের দিকে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামেদুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।