Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গেম খেলার জেরে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

গেম খেলার জেরে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে জিসান আহমেদ (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলার পৌর এলাকার ‘ছাগল ফার্ম’ নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত জিসান আহমেদ চুয়াডাঙ্গা শহরের কলেজপাড়ার জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জিসানসহ কয়েকজন কিশোর মোবাইলে গেম খেলছিল। খেলাকে কেন্দ্র করে জিসানের সঙ্গে ইকবাল ও বিপ্লবসহ কয়েক কিশোরের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় জিসান সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই ছাগল উন্নয়ন খামার-সংলগ্ন এলাকায় কিশোর জিসানকে একা পেয়ে ইকবাল ও বিপ্লব ধারালো অস্ত্র দিয়ে জিসানের মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। সে সময় জিসানের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালের নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া শারমিন বলেন, ‘সন্ধ্যায় জিসান নামের এক কিশোরকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। কিশোর জিসানের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে জখমের চিহ্ন ছিল। ক্ষতস্থানে সেলাই দিয়ে তাকে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘শহরের ছাগল ফার্ম এলাকায় কিশোরদের দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় সন্ধ্যার দিকে একই এলাকায় জিসান নামের এক কিশোরকে কুপিয়েছে জখম করে অন্য দুই কিশোর। সন্ধ্যার পরেই ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ