হোম > ছাপা সংস্করণ

প্রতি মাসে রুমনের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রায় তিন দশকের ব্যান্ড ক্যারিয়ার রুমনের। এর মধ্যে হাতে গোনা যে কটি ব্যান্ড বাংলা সংগীতে স্বতন্ত্র পরিচয় দাঁড় করিয়েছে, সেগুলোর অন্যতম পার্থিব। দুই দশক ধরে ব্যান্ডটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রুমন। তিনি এখন নতুন করে ভাবছেন নিজের একক ক্যারিয়ারটাকেও।

এরই মধ্যে রুমন খুলেছেন নিজের নামে ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ। নিজের জন্য গান বেঁধেছেন বেশ কয়েকটি। সেগুলোর মধ্যে প্রথম গান ‘ঝাপসা’ প্রকাশ পেল দুই দিন আগে। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রকাশ পায় রুমনের প্রথম একক গান ‘ভাঙছে পাঁজর’; গানচিল মিউজিকের ব্যানারে। পরে স্বাধীন মিউজিক থেকে আসে ‘বঙ্গবন্ধু’ এবং ‘ভালবাসার গল্প’ নামে আরও দুটি সলো গান। মূলত ব্যান্ডের বাইরে নিজেকে দাঁড় করার প্রেরণা আসে এই তিনটি একক গানের সুবাদে।

তবে কি পার্থিব-রুমনের দুটো পথ বেঁকে গেল? জবাবে রুমন বলেন, ‘পার্থিব চলবে সব সদস্যের যৌথ প্রয়াসে, যার মধ্যে আমিও একজন। আর রুমন চলবে তার নিজস্ব গতি ও ইচ্ছে নিয়ে।’

রুমনের নিজস্ব প্ল্যাটফর্মের প্রথম গান ‘ঝাপসা’ লিখেছেন গালিব সর্দার। রুমনের কণ্ঠ-সুর ও সংগীতে গানটির রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং, বেইজ বাজানো, রিদম প্রোগ্রামিং—সবটা করেছেন কিবু। এরপর পুরো গানের একটি গল্পনির্ভর ভিডিও তৈরি হয় শহর কলকাতায়। এটি বানিয়েছেন অর্চন চক্রবর্তী। রুমন জানান, এখন থেকে প্রতি মাসে একটি করে গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর, যা নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ছাড়াও স্ট্রিমিং হবে বিশ্বের নামকরা বেশ কিছু মিউজিক অ্যাপে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন