শ্যামনগরে কাশিমাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বের জেরে আলী মোর্তাজা নামের (২১) এক কলেজছাত্রের হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। গত শুক্রবার তারাবির নামাজ শেষে বাড়িতে ফেরার পথে তাঁর ওপর এ হামলা করা হয়।
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের ছাত্র আলী মোর্তাজা কাশিমাড়ী গ্রামের আব্দুস সালাম পাড়ের ছেলে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় মারাত্মক আহত অবস্থায় ওই কলেজছাত্রকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলী মোর্তাজা জানান, হামলার নেতৃত্বে থাকা জাহিদ ও তিনি কাশিমাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী। সম্প্রতি নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেওয়ার পর তাঁকে হুমকি দেওয়া হয়। এরপর গত শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে বাড়িতে ফেরার পথে একই গ্রামের জাহিদ ও আল আমিনের নেতৃত্বে তাঁর ওপর হামলা করেন।
আলী মোর্তাজা অভিযোগ করেন, একই ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেনের ছেলে ছাত্রদলের কমিটি তাঁর ইচ্ছামতো করার চেষ্টা করছেন। তাঁর বিরুদ্ধে প্রার্থী হওয়ার দ্বন্দ্বের জেরে আনোয়ার হোসেনের ছেলে মাসুদ, জাহিদ ও আল আমিনসহ আরও ১৮-২০ জনকে নিয়ে তাঁর ওপর হামলা হয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে আবু তাহের, সামাদ, মাসুদ, সোহান, সাগর, সাব্বির, সাকিব, মাসুম, আবদুল্লাহ ও রবিউলসহ আরও কয়েকজন হামলায় সরাসরি অংশ নেয় বলেও তার অভিযোগ।
তবে ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, আলী মোর্তাজার ওপর কারা হামলা করেছে তা তাঁর জানা নেই।
প্রধান অভিযুক্ত জাহিদ জানান, ফেসবুকে তাঁর পরিবারকে নিয়ে খারাপ কথা বলায় তাঁর কিছু কর্মী আলী মোর্তাজাকে শাসন করেছে।
শ্যামনগর থানার ওসি ওয়াহিদ মুর্শেদ জানান, গতকাল পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।