খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এই দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা। এ ছাড়া কলেজের সকল বিভাগের শিক্ষক, মাটিরাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রলীগের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।