বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকা বাংলাদেশের মঞ্চে ভারতের সংগীতশিল্পীদের কনসার্টের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত বছর বাংলাদেশে গেয়েছে ব্যান্ড চন্দ্রবিন্দু, ফসিলস, কণ্ঠশিল্পী নচিকেতা, অনুভ জৈন, অঞ্জন দত্ত, লাকি আলি, অনুপম রয় ও রাভালের মতো তারকারা। এবার ঢাকার শ্রোতাদের গান শোনাতে আসছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলি।
জাভেদ আলির বাংলাদেশে কনসার্টে অংশ নেওয়ার সংবাদ ছড়ায় গত বুধবার রাত থেকে। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানায়, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ। তাঁর সঙ্গে থাকবেন তরুণ পাকিস্তানি গায়ক আব্দুল হান্নান ও বাংলাদেশের গায়ক মুকুল মজুমদার ঈশান। ২৬ এপ্রিল পূর্বাচল ৩০০ ফিটের সিক্রেট গার্ডেন স্পেসে গাইবেন তিন দেশের তিন শিল্পী।
খবরটি নিশ্চিত করে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশেষ এই কনসার্ট। অংশ নেবেন তিন দেশের তিন শিল্পী। ভারতের জনপ্রিয় গায়ক জাভেদ আলি, পাকিস্তানের আব্দুল হান্নান ও বাংলাদেশের ঈশান মজুমদার গাইবেন কনসার্টে।’
কনসার্টে গাওয়ার খবরটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশি গায়ক ঈশান মজুমদার। তিনি বলেন, ‘কনসার্টটিতে গান গাওয়ার ব্যাপারে আমাকে নিশ্চিত করা হয়েছে।’
আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। ইতিমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। গেট সেট রক নামের ওয়েব সাইটে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫ হাজার ৫০০ টাকা। তবে এখন পর্যন্ত জাভেদ আলি তাঁর অফিশিয়াল ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেননি।
২০০৭ সালে বলিউডের ‘নাকাব’ সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’ গানটির মাধ্যমে জাভেদ আলি দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’-এর ‘কুন ফায়াকুন’, ‘গজনি’ সিনেমার ‘গুজারিশ’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘আ যাও মেরি তামান্না’, ‘তুম মিলে’ সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বলিউড ছাড়াও টালিউড সিনেমায় প্লেব্যাক করেছেন জাভেদ আলি।
পাকিস্তানের আব্দুল হান্নান জনপ্রিয়তা পান ‘ইরাদে’ ও ‘বিখরা’ গান দিয়ে। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর ‘ইরাদে’ গানটি শোনা হয়েছে ৫ কোটি ৫৪ লাখের বেশিবার। একই বছর মুক্তি পাওয়া ‘বিখরা’ শোনা হয়েছে ২ কোটি ৮৯ লাখ বারের বেশি। অন্যদিকে, বাংলাদেশের মুকুল মজুমদার ঈশান আলোচনায় এসেছেন কোক স্টুডিও বাংলায় ‘দাঁড়ালে দুয়ারে’ গান দিয়ে।