হুসাইন আহমদ
সুদের লেনদেন ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সুদের সঙ্গে জড়িতদের ব্যাপারে কোরআন-হাদিসে অনেক হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। সুদ সম্পর্কে সতর্ক করে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেছেন, ‘যারা সুদ খায়, তারা (হাশরের ময়দানে) তার ন্যায় উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এ জন্য যে, তারা বলে ব্যবসা সুদের মতোই। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।’ (সুরা বাকারা: ২৭৫)
সুদখোরদের বিরুদ্ধে মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) যুদ্ধ ঘোষণা করেছেন। এরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে, তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হও। কিন্তু যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও, আর যদি তোমরা তওবা করো, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না।’ (সুরা বাকারা: ২৭৮-২৭৯)
হাদিসে সুদের ভয়াবহতার কথা এসেছে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এরশাদ করেছেন, ‘যখন কোনো জনপদে সুদ ও ব্যভিচার ছড়িয়ে পড়ে, তখন তারা নিজেদের ওপর আল্লাহর আজাব বৈধ করে নেয়।’ (মুস্তাদরাকে হাকেম: ২/৩৭)
আল্লাহ তাআলা সুদের অপকার সুন্দর করে বুঝিয়ে বলেছেন পবিত্র কোরআনে। এরশাদ হয়েছে, ‘আর তোমরা মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য যে সুদ দিয়ে থাক, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করে যে জাকাত দিয়ে থাক, (তাই বৃদ্ধি পায়) এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত।’ (সুরা রুম: ৩৯)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক