Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্রোতে সংযোগ সড়কে ধস ধানখেত দিয়ে চলাচল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

স্রোতে সংযোগ সড়কে ধস ধানখেত দিয়ে চলাচল

বৃষ্টির পানির স্রোতে ধসে যায় কালভার্টের সংযোগ সড়ক। এতে চলাচল বন্ধ হয়ে যায় মানুষের। ধানখেত দিয়ে আসা-যাওয়া করতে হচ্ছে তাদের। কালভার্টটি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষ্মীরহাট বনগাঁও সড়কে।

বনগাঁও এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কটির সঙ্গে কালভার্টের প্রায় পাঁচ ফুট দূরত্বের ফাঁক সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে সড়কের মাটি ধসে গিয়ে তৈরি হয়েছে গর্ত। ফলে সড়কের পাশ দিয়েই ধানখেত ঘেঁষে পথচারীদের চলাচল করতে হচ্ছে। তবে ভারী কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এ ছাড়া কালভার্টটির বিভিন্ন অংশও ভেঙে গেছে। বেরিয়ে পড়েছে এর স্ল্যাবের ঢালাই করা রড। কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয় কৃষক মজিবর রহমান বলেন, ‘মাস খানেক হলো বৃষ্টির পানিতে কালভার্টের সঙ্গে সংযোগ ধসে গেছে। কালভার্টটিও নষ্ট হয়ে গেছে। এখনো কেউ উদ্যোগ নেয়নি রাস্তা ও কালভার্ট ঠিক করার।’

স্থানীয় আরেক বাসিন্দা জবদুল ইসলাম বলেন, ‘আর কিছুদিন পর হাইব্রিড জাতের ধান কাটাকাটি শুরু হবে। ধান কাটার পর গাড়িতে করে বাড়ি আনতে হবে। কিন্তু রাস্তার যে অবস্থা তাতে তো একটি সাইকেল নিয়ে যাওয়াটাই কষ্টকর। কালভার্টটিতেও ঝুঁকি তৈরি হয়েছে। তাই দাবি জানাই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয় এবং চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়।’
ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘বিষয়টি গুরুত্বসহ দেখব। রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।’

উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইসলাম বলেন, ‘রাস্তা তো তাৎক্ষণিক সংস্কার করা যাবে না। তবে আমাদের লোকজন দিয়ে সড়কের ধসে যাওয়া মাটি পুনরায় ভরাট করে আপাতত চলাচলের ব্যবস্থা করা হবে।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ