Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বেহাল রাস্তা, চলা দায়

বাবুল আক্তার, পাইকগাছা

বেহাল রাস্তা, চলা দায়

পাইকগাছার সোলাদানা ইউনিয়নের মধ্য দিয়ে খুলনা ও দাকোপ উপজেলায় যাতায়াতের একমাত্র রাস্তাটি এখন বেহাল। হরিচাঁদ ঠাকুর মন্দিরের সামনে থেকে সোলাদানা পর্যন্ত চার কিলোমিটার এ রাস্তা দিয়ে চলা-ই দায় হয়ে পড়েছে। এলাকাবাসী রাস্তাটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জানা গেছে, এলাকাবাসী ইউনিয়নের মধ্য দিয়ে বিকল্প পথে জেলা সদর খুলনাতে যাতায়াত করেন। ইউনিয়নের খালিয়ার চক, সালুবুনিয়া ও সোলাদানা বাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা।

এ বিষয়ে নসিমন চালক মিজানুর রহমান জানান, আমি এই পথে দীর্ঘদিন ধরে নসিমন চালাই। কিন্তু রাস্তাটির ৪ কিলোমিটার পথ খারাপ হয়ে খানাখন্দে পরিণত হয়েছে। এ রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল খুব কষ্টকর হয়ে পড়েছে। এলাকার সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার জানান, এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত শত শত মোটরসাইকেল, নসিমন, ইজিবাইকসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে। রাস্তাটি নষ্ট হওয়ায় যানবাহন প্রায় সময়ই নষ্ট হয়ে পথে পড়ে থাকতে দেখা যায়।

উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান জানান, ইতিপূর্বে রাস্তাটি আমাদের লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের অধীনে ছিল। কিন্তু এখন রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের অধীন হওয়ায় এটি বেহাল অবস্থায় পড়ে আছে। আমাদের আওতাধীন হলে এমন অবস্থা হতো না।

খুলনা সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী জানান, গত বছর জানুয়ারি মাসে সোলাদানা ইউনিয়নের মাজেদ স্কুলের সামনে থেকে এমপি মহোদয়ের দিক নির্দেশনায় কিছু কাজ করেছি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ