সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ও ভেলাবাড়ী ইউনিয়নের সীমানায় বাঙ্গালী নদী খননের সময় বালু ফেলে একটি খালের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পানি আটকে খালের মধ্যবর্তী ৫০০ একর ফসলি জমি এখন পানির নিচে। ফলে পানিতে ডুবে আছে এক হাজার বিঘা বোরো ধানের বীজতলা। সে জন্য বোরো ধান চাষ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন উপজেলার ১২ গ্রামের ১০ হাজার কৃষক।
কৃষকেরা জানিয়েছেন, কয়েক মাস আগে বাঙ্গালী নদী খননের সময় ভেলাবাড়ী ইউনিয়নের বাঁশহাটা গ্রামে বালু ফেলে একটি খালের মুখ বন্ধ করে দেওয়া হয়। সে সময় কৃষকেরা এ কাজে খননকারী কোম্পানিকে বাধা দিয়েছিলেন। কিন্তু তারা পাইপ দিয়ে পানি বের করে দেওয়ার কথা বললেও পরবর্তী সময়ে তা আর করেনি। ফলে খালের পানি বাঙ্গালী নদীতে না পড়ে খালেই আটকে যায়। এতে ওই দুই ইউনিয়নের বরইকান্দি, কুতুবপুর, শোলারতাইড়সহ বেশ কয়েকটি গ্রামের ফসলি প্রায় ৫০০ একর জমি এখন পানির নিচে। বিভিন্ন মহলে অভিযোগ করে এর কোনো সুরাহা পাচ্ছেন না কৃষকেরা।
উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাঁশহাটা গ্রামের কৃষক আব্দুল আলিম বলেন, ‘হামি প্রায় ১৪ বিঘা জমিত বোরো ধান চাষ করি। সেই বোরো ধান রোপণ করার আগে যে বীজতলা দরকার, তা একন খালের পানিত ডুবে আচে। প্রশাসনের কাছে হামরা অতি তাড়াতাড়ি খালের পানি বাইর করে চাই। না হলে এ এলাকার প্রায় ২০ হাজার বিগে জমিত বোরো ধান হামরা নাগাবের পামু না।’ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, খালে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিশাল এলাকার কৃষিজমি এখন পানিতে নিমজ্জিত। এ জলাবদ্ধতা নিরসন না করা হলে কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
কুতুবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, ‘এ সমস্যার কথা আমি ঊর্ধ্বতন মহলের সবাইকে জানিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে ঠিকাদারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। তারা অচিরেই বালু সরিয়ে নেবে।’
বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেন, ‘এ বিষয়ে গত শনিবার সকালে ওই এলাকার কৃষকদের পক্ষ থেকে আবেদন পেয়েছি। বিষয়টি সম্পর্কে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’