রজত তন্ময়, ঢাকা
‘আমরা নদীর সন্তান গাই বুড়িগঙ্গার গান’, ‘আমরা নদীর সন্তান গাই তিস্তার গান’—এভাবেই প্রতিটি নদীর নামে একটি করে গান গাইছে নদীরক্স। কালের বিবর্তনে বাংলাদেশের নদীগুলোর হারিয়ে যাওয়া আর ছোটবেলায় দেখা অপরূপ নদীর স্মৃতি থেকে নদীরক্স আয়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি। একঝাঁক তরুণকে সঙ্গে নিয়ে গাইছেন নদীর গান। গানের কথায় বলছেন, নদীমাতৃক দেশের আমরাই নদীর সন্তান।
২ নভেম্বর সুইডেনের স্টকহোমে ‘ক্রিয়েটিভ ক্লাইমেট লিডারশিপ: স্ক্যান্ডেনেভিয়া’ শীর্ষক সম্মেলনে অংশ নেন তিনি। সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও জনসচেতনতা তৈরিতে নিজের সংগীত উদ্যোগ ‘নদীরক্স’-এর কথা তুলে ধরেন সুমি।
তবে নদীরক্সের ক্ষেত্রে আয়োজনটা আরেকটু ভিন্ন। নদী না বাঁচলে প্রকৃতি বাঁচবে না। আর প্রকৃতি না বাঁচলে মানুষ এবং দেশও বাঁচবে না। তাই নদীরক্সের গানে নদীর কাছে যেতে বলছেন শিল্পীরা। বলছেন ‘সুন্দরীতমা নদী আমার বেঁচে থাকা চাই’।
নদীরক্সের প্রথম সিজনে পদ্মা, চিত্রা, কুশিয়ারা, ডাহুক, পশুর, সাঙ্গু ও বুড়িগঙ্গা—এই সাতটি নদীকে নিয়ে সাতটি নতুন গান লেখা হয়েছে। গানগুলোকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের জনপ্রিয় সব ব্যান্ড দল দিয়ে গাওয়ানো হয়েছে গানগুলো। চিরকুট, আর্বো ভাইরাস, অ্যাশেজ, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, এফ মাইনর ও স্মুচেস—এ সাতটি ব্যান্ড দল গেয়েছে সাতটি গান।
একে একে দেশের সব নদীকে নিয়ে গান তৈরি করতে চায় নদীরক্স। নতুন প্রজন্মের সবার হাতেই রয়েছে দেশের ভবিষ্যৎ। তাই তাদের নিয়েই শুরু হয়েছে নদীরক্সের যাত্রা। গানের সুরে তারা যেন হয়ে ওঠে আরও দায়িত্বশীল।
শুধু নদী নিয়ে গান তৈরি করেই থেমে থাকছেন না শারমিন সুলতানা সুমি। গানগুলো মানুষের কাছে পৌঁছে দিতে ছুটছেন সারা দেশে। জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তিকে একসঙ্গে করে পৌঁছে দিচ্ছেন নদী বাঁচানোর বার্তা। নদীরক্স মূলত একটি বড় আইডিয়ার অংশমাত্র। এই প্রকল্প নিয়ে তিনি পাঁচ বছর ধরে কাজ করছেন। প্রথম সিজন বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের এম্বাসির অর্থায়নে সম্পন্ন হয়েছে। প্রজেক্টটি বাস্তবায়ন করেছে সল্ট ক্রিয়েটিভস।