বাগমারার দুই কনস্টেবলকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।
সম্প্রতি পুলিশে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়। এতে নিয়োগ পান বাগমারার দুজন। নিয়োগপ্রাপ্ত দুই কনস্টেবল হলেন উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছী গ্রামের মোহাম্মদ মিন্টু রহমানের ছেলে খাইরুল ইসলাম ও সোনাডাঙ্গা ইউনিয়নের ভরট্ট গ্রামের সাইদুর রহমানের ছেলে সামীউর রহমান। তাঁরা আগামী ৩০ ডিসেম্বর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে যাবেন। তাঁরা গত শুক্রবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই কনস্টেবলকে থানার ওসির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।