
গাজীপুরে জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণার একদিনের মাথায় ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সংগঠনের নেতা–কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডের বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এটি মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গাজীপুর জেলা যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একইসঙ্গে আতাউর রহমান মোল্লাকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্যসচিব করে দুই সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। আতাউর রহমান মোল্লা শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে গত বৃহস্পতিবার রাতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়। নতুন আহ্বায়ক ও সদস্যসচিবকে আগামী সাত দিনের মধ্যে বাকি পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে, নতুন কমিটি ঘোষণার একদিনের মাথায় উক্ত কমিটিকে একতরফা, অযোগ্য, অথর্ব এবং পকেট কমিটি আখ্যা দিয়ে এ কমিটি বাতিলের দাবি জানিয়েছে গাজীপুর জেলা যুবদলের নেতা–কর্মীরা। গতকাল ‘গাজীপুর জেলা যুবদল তৃণমূল’ ব্যানারে মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে তাঁরা।
বিক্ষোভ মিছিল শেষে কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নূর, কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েস, সদস্যসচিব রাশেদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, কাপাসিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার দাবি জানান। দাবি না মানলে আরও আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।